নিহত স্কুলশিক্ষক ওই গ্রামের মৃত আবদুল হক মোল্যার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
নিহতের ভাই ফিরোজ এলাহী মিন্টু অভিযোগ করেন, ঘটনার দিন বিকেলে পাখি মোল্যা উত্তর-পূর্বপাড়া মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। মসজিদে প্রবেশ করার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের রাসেল মোল্যা, রবিউল মোল্যা ও বাশী মোল্যার নেতৃত্বে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের তিন ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলো- একই এলাকার কুদ্দুস মোল্যার ছেলে রাসেল (২৮), শুকুর মোল্যার ছেলে কামরুল (৩৫) এবং বাদশা মোল্যার ছেলে সোহেল (২৮)।
ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
প্রিন্ট