চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম তথ্য নিশ্চিত করেছেন।
ক্লোজকৃত পুলিশ সদস্যর হলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক তারেক আহমেদ, দেলোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে সন্তোষপুর বাজারে নিয়মিত মামলার আসামী মিন্টু রহমানকে গ্রেফতার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আসামির লোকজন পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ৫ জন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ১৩ মামলার আসামিসহ গ্রেফতার ২
তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক খাইরুল বাশারকে। তিনি সোমবার যোগদান করেছেন।
প্রিন্ট