মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা দেওয়াসহ ছয় দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সামনে ভাটিয়াপাড়া-মাইজকান্দি আঞ্চলিক সড়কে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক আল আমিন সাব্বির, কলেজ শাখার আহ্বায়ক মাহফুজ শিকদার, মেহেদী হাসান শাকিল, এহসান আবেদীন, সাকিব মুন্সী, রাফি রহমান, নাইমুর রহমান জায়েদ, অভিজিত কুমার শীল, রাতুল ইসলাম রাজুসহ প্রমুখ।
বক্তারা জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালে স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করা। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকুরিজীবিদে আনুপাতিক হারে পদন্নোতির নিয়ম বহাল।
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে নিয়োগ বিধি ও অংসগতিপূর্ণ গ্রেড সংশোধন করা।
মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা।
ব্যাচেলর ফার্মাসিস্টসহ সকল অনুষদের বিএসএসি ও এমএসসি কোর্স চালু, স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা প্রদানের দাবিসহ ৬ দফা তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
প্রিন্ট