ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপগঞ্জে বালুনদীর উপর চনপাড়া সেতু যেন মরনফাঁদ! Logo সরকারি খাল দখল করে তিনতলা ভবন নির্মাণ, বোয়ালমারীতে কৃষকদের মানববন্ধন Logo বায়তুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ওমরাহ পালন: মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত Logo আলমডাঙ্গার সিঙ্গাপুর প্রবাসী মহেশপুরের সায়ের আলি মারা গেছে Logo কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌ ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ‌ অবস্থান কর্মসূচি ‌ও মশাল মিছিল অনুষ্ঠিত Logo ফরিদপুরে ভুয়া মেজর পরিচয়দানকারী ‌ আমিনুল ইসলাম আপন গ্রেফতার Logo মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত Logo মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকায় গ্রেফতার Logo হাতিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ Logo পাংশা সার্কেলের এএসপিকে বৈশাখী কবিতা পরিষদের বাংলা নববর্ষের শুভেচ্ছা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যশোরে ‘পথিক’ সাহিত্য পত্রিকার ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব

কবি ও কথাসাহিত্যিক শাহরিয়ার সোহেলের সম্পাদনায় প্রকাশিত ‘পথিক সাহিত্য পরিষদ’ এর মুখপত্র সাহিত্য পত্রিকা ‘পথিক’ এর ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এম এম কলেজ) ভাস্কর্য চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কবি গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে ও শাহরিয়ার সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি এম এ কাসেম অমিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রকি মাহমুদ, এম এন এস তুর্কি, শরিফুল আলম ও কাজী নূর।

 

প্রধান অতিথির বক্তব্যে এম এ কাসেম অমিয় বলেন, “বাংলা সাহিত্যে যশোরের মাটি উর্বর। মহাকবি মাইকেল মধুসূদনসহ অনেক গুণী কবি সাহিত্যিকের জন্ম হয়েছে এ মাটিতে। এছাড়া যশোরের প্রকৃতিতে সাহিত্যের অনেক উপাদান ও রস রয়েছে, যা সাহিত্য চর্চায় বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক এসব সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। ভালো লিখতে হলে আমাকে পড়তে হবে, জানতে হবে। কারণ ভালো না জানলে ভালো লিখতে পারব না। তাই জ্ঞান অর্জন করতে অন্যের বই আমাকে পড়তে হবে। বই পড়ার বিকল্প নেই।”

 

বিশেষ অতিথি রকি মাহমুদ বলেন, “কেউ আপনার লেখা পাঠ করবে, ভালো হয়েছে বলবে। আবার কেউ সমালোচনা করবে। এজন্য দমে গেলে চলবে না। সমালোচনা গ্রহণ করার মানসিকতা তৈরি রাখতে হবে। নিয়মিত লিখে যেতে হবে। একদিন সফলতা আসবেই।”

 

বিশিষ্ট কবি ও গবেষক রবিউল হাসনাত সজল তার বক্তব্যে বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শামসুর রাহমান, মানিক বন্দোপাধ্যায় থেকে সৈয়দ হক—সবাই বই পড়েছেন। পাঠাভ্যাসের মাধ্যমে একজন লেখকের চিন্তা ও মননের জগৎ প্রসারিত হয়, রঙিন হয় তার স্বপ্নগুলো। তাই আমরা যারা লেখক হতে চাই, তাদের অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ে ভালো লেখক হওয়া যায় না বলে আমি মনে করি।”

 

 

‘পথিক’ প্রকাশনা উৎসবে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও গবেষক রবিউল হাসনাত সজল, কবি কাজী নূর, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, সীমান্ত বসু প্রমুখ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বালুনদীর উপর চনপাড়া সেতু যেন মরনফাঁদ!

error: Content is protected !!

যশোরে ‘পথিক’ সাহিত্য পত্রিকার ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :

কবি ও কথাসাহিত্যিক শাহরিয়ার সোহেলের সম্পাদনায় প্রকাশিত ‘পথিক সাহিত্য পরিষদ’ এর মুখপত্র সাহিত্য পত্রিকা ‘পথিক’ এর ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এম এম কলেজ) ভাস্কর্য চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কবি গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে ও শাহরিয়ার সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি এম এ কাসেম অমিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রকি মাহমুদ, এম এন এস তুর্কি, শরিফুল আলম ও কাজী নূর।

 

প্রধান অতিথির বক্তব্যে এম এ কাসেম অমিয় বলেন, “বাংলা সাহিত্যে যশোরের মাটি উর্বর। মহাকবি মাইকেল মধুসূদনসহ অনেক গুণী কবি সাহিত্যিকের জন্ম হয়েছে এ মাটিতে। এছাড়া যশোরের প্রকৃতিতে সাহিত্যের অনেক উপাদান ও রস রয়েছে, যা সাহিত্য চর্চায় বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক এসব সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। ভালো লিখতে হলে আমাকে পড়তে হবে, জানতে হবে। কারণ ভালো না জানলে ভালো লিখতে পারব না। তাই জ্ঞান অর্জন করতে অন্যের বই আমাকে পড়তে হবে। বই পড়ার বিকল্প নেই।”

 

বিশেষ অতিথি রকি মাহমুদ বলেন, “কেউ আপনার লেখা পাঠ করবে, ভালো হয়েছে বলবে। আবার কেউ সমালোচনা করবে। এজন্য দমে গেলে চলবে না। সমালোচনা গ্রহণ করার মানসিকতা তৈরি রাখতে হবে। নিয়মিত লিখে যেতে হবে। একদিন সফলতা আসবেই।”

 

বিশিষ্ট কবি ও গবেষক রবিউল হাসনাত সজল তার বক্তব্যে বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শামসুর রাহমান, মানিক বন্দোপাধ্যায় থেকে সৈয়দ হক—সবাই বই পড়েছেন। পাঠাভ্যাসের মাধ্যমে একজন লেখকের চিন্তা ও মননের জগৎ প্রসারিত হয়, রঙিন হয় তার স্বপ্নগুলো। তাই আমরা যারা লেখক হতে চাই, তাদের অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ে ভালো লেখক হওয়া যায় না বলে আমি মনে করি।”

 

 

‘পথিক’ প্রকাশনা উৎসবে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও গবেষক রবিউল হাসনাত সজল, কবি কাজী নূর, রেজাউল করিম রোমেল, শরীফ হোসেন ধীমান, সীমান্ত বসু প্রমুখ।


প্রিন্ট