ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড সংলগ্ন নবগঙ্গা নদীর উপর সুইচগেটের একটি অংশ গত রাতের বৃষ্টিতে ভেঙে পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে সকাল থেকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকির মধ্যে, এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকার দুই পাশে দীর্ঘ যানবাহনের যানজট শুরু হয়েছে। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে সেতুর সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফুট অংশ ভেঙে পড়েছে নদীর মধ্যে।