রাজবাড়ীর কালুখালী সরকারী কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসার মোহাম্মদ আব্দুল হামিদ খান। বৃহস্পতিবার দুপুরে কলেজে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার দায়িত্ব গ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুন্সী মো: মাহবুবুর রহমান।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার এ কে এম ইকরামুল করিম, সহকারী অধ্যাপক আহসান হাবিব, সহকারী অধ্যাপক মো: হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, প্রভাষক বজলুর রশিদ, প্রভাষক আবু বকর, প্রভাষক হালিম ফকির প্রমুখ।
উল্লেখ্য, কালুখালী সরকারী কলেজ জাতীয় করণ হওয়ার পর প্রফেসার মোহাম্মদ আব্দুল হামিদ খান প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন, যা কলেজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রিন্ট