সরকারি রাজেন্দ্র কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা বারোটায় সরকারী রাজেন্দ্র কলেজ প্রশাসনিক ভবনের সামনে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হলের শিক্ষার্থীদের উপর অস্ত্রসহ হামলার প্রতিবাদে হাজী শরীয়তুল্লাহ হল, অম্বিকা মজুমদার হল নবনির্মিত হলের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ রায়হান।
এ সময় কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ, কাজি আশিকুর রহমান, নিলয় রায়হান, মোঃ শান্ত গোপাল সরকার, চন্দন ভট্টাচার্য সহ কলেজের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন সরকারি রাজেন্দ্র কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন। এছাড়া এ ঘটনার যদি বিচার না হয় তাহলে আরো বড় কর্মসূচিতে যাবার হুশিয়ারি প্রদান করেন ছাত্ররা।
বক্তারা রাজেন্দ্র কলেজে সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজনৈতিক মুক্ত জিরো টলারেন্সে ঘোষণা করা পাশাপাশি কলেজকে মাদক মুক্ত করার জন্য দাবি জানান পাশাপাশি যে সমস্ত বহিরাগত সন্ত্রাসী কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এর আগে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে একটা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রিন্ট