মাগুরা শালিখা থানার নবাগত ওসি মো. ওলি মিয়ার সঙ্গে শালিখা সাংবাদিক ইউনিটি এর সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে শালিখা থানার তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নবাগত অফিসার ইনচার্জ হিসেবে তিনি ৯ অক্টোবর ২০২৪ তারিখে শালিখা থানায় যোগদান করেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব।” তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু, আর জনগণের বন্ধু হিসেবে আমি সেবা করতে চাই। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”
এ সময় শালিখা সাংবাদিক ইউনিটি এর সভাপতি মো. কামরুজ্জামান অন্তর, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. জিহাদ হোসেন, প্রচার সম্পাদক মো. শামছুর রহমান এবং সদস্য মো. মিসকাত হোসেন সজীব ও মাসুম মিয়া উপস্থিত ছিলেন।
নবাগত অফিসার ইনচার্জ আরো জানান, “শালিখা থানা এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমি বদ্ধপরিকর। পাশাপাশি শালিখা উপজেলার সর্বস্তরের মানুষকে সঠিক আইনি সহায়তা দেয়ার পাশাপাশি শালিখা থানা একটি মডেল থানা পরিণত করতে নিবেদিত থাকব।”
প্রিন্ট