রাজশাহীর তানোরে সরকারি জায়গা জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। তানোর পৌর এলাকার তালন্দ বাজারে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করেছেন, তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সরদার জাহাঙ্গীর আর্থিক সুবিধার বিনিময়ে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের নকশার অনুমোদন দিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম চাপে রয়েছে, তবে প্রকাশ্যে কেউ অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, ওই জায়গার কিছু অংশ খাস ছিল, যার কারণে তারা সেখানে বনিক সমিতির কার্যালয় করতে পারেননি। কিন্তু সম্প্রতি ডিস কামাল নামের এক ব্যক্তি ওই জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করেছেন। তারা দাবি করেছেন, ৫ আগস্টের পর পৌরসভা থেকে ঘর নির্মাণের নকশার অনুমোদন দেয়া হয়েছে, যা অস্বাভাবিক।
সুত্রে জানা গেছে, ১৬৬৩ (৪০) নম্বর স্মারকে বিগত ২০২৩ সালে সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম স্বাক্ষরিত আদেশে সড়কের ১০ মিটারের মধ্যে স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো নির্মাণের প্ল্যান অনুমোদন না দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষ সেই নির্দেশকে অগ্রাহ্য করে প্ল্যান পাশ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিস কামাল এসব অভিযোগ অস্বীকার করেন এবং জানান যে, তিনি জায়গাটি কিনে পৌরসভা থেকে প্ল্যান পাশ করে মার্কেট নির্মাণ করছেন। তবে তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলমের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন গ্রহণ করেননি।
প্রিন্ট