নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,ডেঙ্গু থেকে মুক্ত থাকি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় উদ্ভোধন হলো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। সোমবার ১৪ অক্টোবর সকাল ৯.৩০ ঘটিকায় সময় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও মাগুরা পৌরসভার বাস্তবায়নে এ অভিযানের উদ্ভোধন করেন, মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার সিভিল সার্জন মোঃ শামীম কবির, পৌরসভার প্রশাসক মো: আব্দুল কাদের,পৌর নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, মোছা:লিলি সহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানের উদ্ভোধক মাগুরার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম বলেন,আমরা পৌরসভার ৯টি ওয়াডের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করব।নগরবাসীকে আহবান করব পৌরসভাকে সার্বিক সহযোগিতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধর কাজকে আরো বেগবান করা।
এখন হাসপাতাল গুলিতে ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকায় আমাদের খুশি হওয়ার কোন কারণ নেই। কারন বৃষ্টির পরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশী হয়।তাই আমরা সবাই সচেতন থাকবো এবং ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসী এবং মাগুরা জেলা বাসিকে সচেতন করবো।
প্রিন্ট