আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৮:৩৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৪, ২০২৪, ৬:৫৮ পি.এম
মাগুরাতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৪ উদ্বোধন

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,ডেঙ্গু থেকে মুক্ত থাকি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় উদ্ভোধন হলো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। সোমবার ১৪ অক্টোবর সকাল ৯.৩০ ঘটিকায় সময় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও মাগুরা পৌরসভার বাস্তবায়নে এ অভিযানের উদ্ভোধন করেন, মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলার সিভিল সার্জন মোঃ শামীম কবির, পৌরসভার প্রশাসক মো: আব্দুল কাদের,পৌর নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, মোছা:লিলি সহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানের উদ্ভোধক মাগুরার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম বলেন,আমরা পৌরসভার ৯টি ওয়াডের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করব।নগরবাসীকে আহবান করব পৌরসভাকে সার্বিক সহযোগিতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধর কাজকে আরো বেগবান করা।
এখন হাসপাতাল গুলিতে ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকায় আমাদের খুশি হওয়ার কোন কারণ নেই। কারন বৃষ্টির পরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেশী হয়।তাই আমরা সবাই সচেতন থাকবো এবং ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসী এবং মাগুরা জেলা বাসিকে সচেতন করবো।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha