দলীয় কর্মকাণ্ডকে গতিশীল করতে রাজবাড়ীর কালুখালী উপজেলা নানা কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। এরই ধারাবাহিকতায় রবিবার বিএনপির পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রতনদিয়া বাজারে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা কে এম আইনুল হাবিব। সভায় হাইকোর্টের সহকারী এটর্নি জেনারেল এ.এস.এম মুক্তার কবির খান, রাজবাড়ী জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, শাজাহান মোল্লা, কামরুজ্জামান কামাল, ছাত্রদলের নেতা টিটু, মিজানুর রহমান লিমন, টুটুলসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।