রাজনৈতিক স্বৈরাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, “পরাজিত শক্তির এবারের দুর্গাপূজার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সারা দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালিত হয়েছে।”
আজ রবিবার দুপুরে মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া পুজামণ্ডপে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিগত নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খান হাসান ইমাস সুজা, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, মাগুরা সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, “স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে দেশপ্রেমিক মানুষের সহযোগিতায় পরাজিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, যার ফলে হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা পালন করতে সক্ষম হয়েছে।”
তিনি জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিএনপি বর্তমান সরকারকে নতুন বাংলাদেশ গড়ার কাজে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকারের রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করে দ্রুত নির্বাচন ও জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।”
প্রিন্ট