দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হলেও এখনো ভারতীয় আধিপত্যবাদের পতন হয়নি। এজন্য বাঙালি মুসলমানের বয়ান তৈরি করতে হবে। বাঙালি মুসলমানের নিজস্ব সংস্কৃতির বয়ানের মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটবে এবং পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচার করতে হবে। দ্রুত মামলার তদন্ত শুরু করতে হবে। ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে তাকেসহ বিদেশ থাকা আসামিদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে এসে বিচার করতে হবে। আমি যেন ন্যায়বিচার পাই।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে বুয়েটের মেধাবী ছাত্র ছাত্রলীগের হামলায় নিহত আবরার ফাহাদের বাসায় যান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
প্রিন্ট