ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা Logo নোয়াখালী চাটখিলে চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যার হুমকি Logo খোকসায় ১ম হওয়া শিক্ষার্থী নুসরাত জাহান ও সকল এ+ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী’র ৪ শত কোটি টাকার সম্পত্তি ক্রোক Logo বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভা Logo পাংশা সরকারী কলেজে জুলাই শহিদ দিবস পালিত Logo যশোরের কেশবপুরে সমাজসেবক বদরুন্নাহার রেশমা চিরনিদ্রায় শায়িত Logo ‘জুলাই শহীদ দিবস–২৫’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা Logo কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহম্মদপুর Logo কুষ্টিয়া চাঁদা তোলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নাসির ও অমির বিরুদ্ধে আরও দুই মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ

সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। সেই সঙ্গে ওই তিন নারী যদি রাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে।

ঢালিউডের চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আরও দুটি মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান।
সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে এই দুইজনসহ আরও তিন নারীকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।
মশিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। সেই সঙ্গে ওই তিন নারী যদি রাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে।

মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। তিনি জানান, উত্তরার যে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি স্নিগ্ধা নামের এক নারীর বাসা।

স্নিগ্ধা নামের ওই নারীর দাবি, এই বাসায় নাসির ও অমি ‘আমোদ-ফুর্তি’ করতে আসতেন।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি মদসহ অন্যান্য মাদক দ্রব্য। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরীমনি। এরপর রাত সাড়ে ১০টায় বনানীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান তিনি।
আসামি গ্রেপ্তার করতে সোমবার সকাল থেকেই রাজধানীর উত্তরা এলাকায় অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। গোয়েন্দারা নিশ্চিত হয় উত্তরার এই বাড়িটিতে অবস্থান করছেন প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ।
বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মামলার এজাহারভুক্ত আসামি অমিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এই পাঁচ আসামি রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার আব্দুল্লাহিল কাফী। তিনি বলেন, ‘মঙ্গলবার (১৫ জুন) শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের আদালতে হাজির করা হবে।’
এদিকে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির অভিযোগের পর গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিনকে ঢাকা বোট ক্লাবের এক্সিকিউটিভ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ জুন) ক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে পুরো ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ক্লাবের প্রেসিডেন্ট ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে অন্য আরও আটজন এক্সিকিউটিভ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে নাসির, তুহিন সিদ্দিক অমি ও শাহ এস আলমের সদস্য পদও স্থগিত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা

error: Content is protected !!

নাসির ও অমির বিরুদ্ধে আরও দুই মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ

আপডেট টাইম : ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
ডেস্ক রিপোর্টঃ :

সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। সেই সঙ্গে ওই তিন নারী যদি রাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে।

ঢালিউডের চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আরও দুটি মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান।
সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে এই দুইজনসহ আরও তিন নারীকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।
মশিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। সেই সঙ্গে ওই তিন নারী যদি রাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে।

মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। তিনি জানান, উত্তরার যে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি স্নিগ্ধা নামের এক নারীর বাসা।

স্নিগ্ধা নামের ওই নারীর দাবি, এই বাসায় নাসির ও অমি ‘আমোদ-ফুর্তি’ করতে আসতেন।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি মদসহ অন্যান্য মাদক দ্রব্য। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরীমনি। এরপর রাত সাড়ে ১০টায় বনানীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান তিনি।
আসামি গ্রেপ্তার করতে সোমবার সকাল থেকেই রাজধানীর উত্তরা এলাকায় অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। গোয়েন্দারা নিশ্চিত হয় উত্তরার এই বাড়িটিতে অবস্থান করছেন প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ।
বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মামলার এজাহারভুক্ত আসামি অমিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এই পাঁচ আসামি রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার আব্দুল্লাহিল কাফী। তিনি বলেন, ‘মঙ্গলবার (১৫ জুন) শোন অ্যারেস্ট দেখিয়ে তাদের আদালতে হাজির করা হবে।’
এদিকে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির অভিযোগের পর গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিনকে ঢাকা বোট ক্লাবের এক্সিকিউটিভ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ জুন) ক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে পুরো ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ক্লাবের প্রেসিডেন্ট ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে অন্য আরও আটজন এক্সিকিউটিভ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে নাসির, তুহিন সিদ্দিক অমি ও শাহ এস আলমের সদস্য পদও স্থগিত করা হয়েছে।

প্রিন্ট