রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে রবিবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মোসাদ্দেকুর রহমান ও প্রশিক্ষিকা মোছা. আসমা খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা যায়, এ বছর পাংশা পৌরসভাসহ উপজেলায় মোট ১০১টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন চলছে। পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ১০১টি পূজামন্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোট ৬৬৬ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত করা হয়েছে, যার মধ্যে ৪৬৪ জন পুরুষ ও ২০২ জন মহিলা।
প্রিন্ট