রাজবাড়ী জেলার
পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৩
অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে কার্প জাতের মিশ্র
মাছ চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায়
উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মো.
সোরাপ সরদারের ০.১৩ হেক্টর আয়তনের পুকুরে
প্রদর্শনীর জন্য উপকরণ প্রদান করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.
মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে প্রদর্শনীর
উপকরণ বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি
অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা
প্রাণিসম্পদ অফিসার মো. শাহাদাৎ হোসেন বক্তব্য
রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য
অফিসার সাঈদ আহমেদ।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর
রহমান রুবেল মৎস্য চাষে উৎসাহিত করেন। তিনি
যথাযথভাবে উপকরণ ব্যবহারের মাধ্যমে মৎস্য চাষে
অবদান রাখার গুরুত্বারোপ করেন।
পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ বলেন,
মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মৎস্য চাষী
মো. সোরাপ সরদারের ০.১৩ হেক্টর আয়তনের পুকুরে
কার্প জাতের মিশ্র মাছ চাষ প্রদর্শনীর জন্য এক
বস্তা চুন, ৫০ কেজি খৈল, ১০ কেজি ইউরিয়া ও ১০
কেজি টিএসপি সার প্রদান করা হলো। আগামী
রবিবার প্রদর্শনী পুকুরে মাছের পোনা অবমুক্ত করা
হবে।
পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ
সাইফুল ইসলাম, পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র
সহকারী মো. রাশেদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষিরা অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।
প্রিন্ট