রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি অফিসার
কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. শাহাদাৎ হোসেন, রাজবাড়ী জেলা মৎস্য দপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা বনি আমিন পিয়াস প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান রুবেল মৎস্য আইন মেনে চলার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণের সময় কেউ যেন পদ্মা নদীতে ইলিশ ধরতে না যায়। যদি কেউ আইন অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে এর আগেও হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। এবারে ২৪ জন সুবিধাভোগীর মাঝে বকনা বাছুর বিতরণ করা
হলো।
পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. রাশেদুজ্জামান, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুবিধাভোগী জেলে ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট