মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কৃষি বিভাগের আয়োজেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের রাষ্ট্রায়ত্ত চিনিকলসমূহকে লাভ জনক ও যুগোপযোগী করতে কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তঃর্ভূক্ত,শিল্প মন্ত্রণালয় হতে স্থানান্তর করে কৃষি মন্ত্রণালয়ে অন্তঃর্ভূক্ত, করপোরেশনের কৃষি বিভাগে কর্মরত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদসহ সকল কেন্দ্র পরিচালক(সিআইসি), ইক্ষু উন্নয়ন সহকারী(সিডিএ)দের কৃষি সম্প্রসারন অধিদপ্তরে অন্তঃভুক্ত করে ইক্ষু সম্প্রসারণ উইং গঠন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা ১১ টা হতে ঘন্টাব্যাপী চিনিকলের কৃষি বিভাগের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দাবিসমূহের স্বপক্ষে বক্তব্য রাখেন চিনিকলের ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, ব্যবস্থাপক(বীঃপঃ) মো. ইমরুল হাসান, কৃষি বিভাগের রাজবাড়ি সাবজোন প্রধান মো. শাহজালাল, শ্রমজীবী ইউনিয়নের প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, সিআইসি কাজল বসু মো. মনিরুল ইসলাম, নির্মল সরকার,সিডিএ সংসদের সভাপতি মো.মনিরুজ্জামান, সিডিএ মো. নাজির আহমেদ,আব্দুর রাজ্জাক প্রমুখ।
কৃষি বিভাগের আরিফুল ইসলামের সঞ্চলনায় মানববন্ধনে চিনিকলের কৃষি বিভাগের সকল কর্মকর্তা,কর্মচারী ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট