বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সংগঠন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক (২০২৪-২০২৭ ইং) কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষ্যে মনোননয়ন পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
বুধবার (২ অক্টোবর) ও বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুইদিন মনোননয় পত্র বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম চলবে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশন হারন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, সমিতির নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে এরই মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র কেনা ও বাছাইয়ের সময় ৩ অক্টোবর, প্রত্যাহারের শেষ সময় ৬ অক্টোবর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: রেজাউল করিম জানান, প্রথম দিনে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলিমুদ্দিন সেখ। সহসভাপতি পদে কিনেছেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোন্দকার মনির আজম মুন্নু, আমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। সহ-সম্পাদক পদে সংগ্রহ করেছেন লুৎফর রহমান। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান মোল্লা।
মনোনয়ন পত্র বিক্রির সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিসুজ্জামান, রনজু আহম্মেদ, কৃঞ্চ বন্ধু রায়, সদ্য বিদায়ী সভাপতি আব্দুল মজিদ শেখ প্রমূখ।