রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে বুধবার (২ অক্টোবর) ভোরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছেন এবং এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও অটককৃতদের পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে- দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গান, ১টি কার্তুজ, ১টি তলোয়ার, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ইয়ার গান। আটককৃতরা হলেন- কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের শামীম জোয়ার্দ্দার (৩০), তৌহিদুল ইসলাম (২৮), নজরুল ইসলাম (৩৫), ইয়ারুল ইসলাম (৫৩), উজ্জল আলী মন্ডল (৩৭) ও সিরাজ আলী মন্ডল (৬০)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের সম্পর্কে তথ্যানুসন্ধানসহ থানায় পৃথক দু’টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।