কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই যুবককে ৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিরুল আরাফাত। অভিযানে সহযোগিতা করে কুমারখালী থানা পুলিশ। সাজাপ্রাপ্তরা হলেন, চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা গ্রামের মো. তুর্য (১৮) ও মো. জিন্নাহ শেখ (১৮)।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিরুল আরাফাত জানান, অবৈধভাবে গড়াই নদী থেকে বালু উত্তোলন করার দায়ে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।