রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা, মাছপাড়া, কলিমহর ও বাহাদুরপুর ইউনিয়নে গত কয়েক দিনে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। সুবিধাভোগীদের মাঝে দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন) ২শত টাকা, দুই কেজি মসুর ডাল ১২০ টাকা ও পাঁচ কেজি চাল ১৫০ টাকায় বিক্রি করে সংশ্লিষ্ট ডিলাররা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সরিষা ও মাছপাড়া ইউনিয়নে, এর আগে ২৮ সেপ্টেম্বর কলিমহর ইউনিয়নে ও ২৪ সেপ্টেম্বর বাহাদুরপুর ইউনিয়নে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
সরিষা ইউনিয়নে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়কালে অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার ও পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সরিষা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মকবুল হোসেন, সরিষা ইউপির প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ আহমেদ, টিসিবির ডিলার আব্দুল কাদের, ইউপি মেম্বার ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, সরিষা ইউনিয়নে ১হাজার ৩৬২, মাছপাড়া ইউনিয়নে ১হাজার ৫৪৪, কলিমহর ইউনিয়নে ১হাজার ২৭৬ ও বাহাদুরপুর ইউনিয়নে ১হাজার ৪১৮টি টিসিবির সুবিধাভোগী পরিবার রয়েছে।