নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ মামলার এজাহার রেকর্ড করতে প্রেস কনফারেন্স করেছেন ভুক্তভোগী আকাশ আলী আশিক। তিনি উপজেলার পাঁকা গ্রামের আমজাদ আলীর ছেলে। ভুক্তভোগী অভিযোগ করেন আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে এজাহার গ্রহণ করছে না। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ফোন করে উপজেলার সালাইনগর বিলে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে অটোতে তুলে নিয়ে যায় সালাইনগর পূর্বপাড়া গ্রামের ইশান ও শাকিলসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন। পরে রাস্তার এক প্রান্তে অটো থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে জীবন বাঁচান তিনি। এরপর আবারো ভুক্তভোগীকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। এ নিয়ে পরদিন সকাল ১০টার দিকে বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী আকাশ আলী আশিক।
- আরও পড়ুনঃ নতুন ওসি পেল লালপুর থানা
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেনজীর আহমেদ বলেন, বাদী এবং অভিযোগের তদন্তকারী এসআই এর সাথে আজকেই কথা হয়েছে। অতিদূত তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।