কুষ্টিয়ার দৌলতপুরে মথুরাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিএনপি নেতা মোঃ সুরাত আলী সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর বিএনপির অন্যতম নেতা মো: রুহুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, আলহাজ্ব মো: বিল্লাল হোসেন, মো: রেজাউল করিম, মো: আমিরুল ইসলাম, মো: রিয়াজুল হক রিয়াজ, মো: জহুরুল করিম বিশ্বাস, মো: ফরজ উল্লাহ, যুব দল নেতা, বেনজির আহমেদ বাচ্চু, অধ্যাপক মোঃ আতাউর রহমান, অধ্যাপক মাসুম।
এছাড়া বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানায়।