ফরিদপুর জেলার বোয়ালমারীতে ২৭ সেপ্টেম্বর-২০২৪ শুক্রবার বিকালে হাসামদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এর চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো: আবু জাফরের সাথে ফরিদপুর-১ আসনের তথা আলফাডাঙ্গা বোয়ালমারী ও মধুখালীর তিন উপজেলার নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: সাইফুর রহমান, মোঃ জাকির হোসেন, ময়নার মো: বাদশা মোল্যা, বোয়ালমারী মো: বদিউজ্জামাল খান, ন টুটুল মহিলা নেত্রী মনোয়ারা পারভীন মিনা, সৈয়দ রফিকুল হাসানসহ তিন উপজেলার বিএনএম’র নের্তৃবৃন্দ।
শাহ্ সো: আবু জাফর বলেন, সব জায়গায় আপনারা ব্যাপকভাবে কাজ এবং কমিটি গঠণ করুন৷ আবু জাফর সাহেব আওয়ামীলীগ সরকার ও বর্তমান সরকারের অনেক কিছু তুলে ধরেন এবং সবাইকে একসাথে কাজ শুরু করারও আহবান জানান।