রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দগণ।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পশ্চিম শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা জামিলুর রহমান, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডি এম আক্কাস আলী, দপ্তর সম্পাদক কাজী আফজাল হোসেন, জামায়াত নেতা ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, তানোর পৌরসভার সাধারণ সম্পাদক আজাহার আলী, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমীর জুয়েল রানা,
তালন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা, চাঁন্দুড়িয়া ইউনিয়ন জামায়াতের সম্পাদক শরিয়তুল্লাহ মাষ্টার, কাঁমারগা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর গফুর, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহারিয়ার হোসেন, পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুব চৌধুরীসহ উপজেলা এবং ইউনিয়ন এর দায়িত্বশীল নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম অত্র তানোর উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে।#