ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর Logo সদরপুরে শহীদ আব্দুল কাদের মোল্লার জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ Logo পাংশার মাছপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত Logo মাগুরাতে স্নাইপার টেলিস্কোপ ও ১০০ রাউন্ড গুলিসহ ৫ যুবক গ্রেপ্তার Logo কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পার্টির সমাবেশ অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু Logo বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন Logo সিএমকেএস ফরিদপুরের লক্ষিত জনগোষ্ঠিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত Logo যশোরে ‘প্রাচ্য আকাদেমি’র প্রতিষ্ঠাবার্ষিকী কাল, দিনব্যাপী কর্মসূচি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসলিডেশন কমিটি

তারিখের পর তারিখ’ প্রবাদটি আদালতে বিচারের দীর্ঘসূত্রতাকে হাড়ে হাড়ে বোঝায়।বিচার পেতে গেলে আইনজীবীদের পেছনে দীর্ঘমেয়াদী খরচ তো আছেই। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশমতো একাধারে যেমন নিম্ন আদালত গুলিতে ধারাবাহিক জাতীয় লোক আদালত বসে। ঠিক তেমনি সুপ্রিম কোর্টের পরিচালনায় কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনিসলিয়েশন কমিটি নিরবিচ্ছিন্নভাবে দ্রুত মামলার নিস্পত্তি ঘটাতে নিরন্তর কাজ করে চলেছে।
১৯৯৯ সালে ৮৯ সিপিসি (দেওয়ানী কার্যবিধি) ধারায় মিডিয়েশন প্রস্তাবনায় আসার পর ২০০২ সালে কার্যকর হয় সারা দেশে। যদিও ২০০৩ এবং ২০০৫ সালে এই মিডিয়েশন আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সালেম অ্যাডভেকেট বার এসোসিয়েশন (তামিলনাড়ু) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছিল সুপ্রিম কোর্টে। দুটি মামলাতেই সুপ্রিমকোর্ট দেওয়ানী কার্যবিধির ৮৯ নম্বর ধারাকে কিছু সংশোধন করে সাংবিধানিক বলে আখ্যা দেয়। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মোহিত শান্তিলাল শাহের সময় মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটি কাজ শুরু কর।
জমি- জায়গা সংক্রান্ত মামলা থেকে বাণিজ্যিক – দাম্পত্য মামলাগুলির  নিস্পত্তি করছেন কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটির নিযুক্ত মিডিয়েটর বা মধ্যস্থতাকারীরা। এজন্য বাদী- বিবাদী কোন পক্ষের অর্থ খরচ করতে হয়না। বছরের পর বছর শুনানির তারিখের জন্য চাতক পাখির মতো অপেক্ষাও করতে হয়না! কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের নেতৃত্বধীন মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটি সারা বছর বিচারাধীন মামলাগুলি বা প্রাক বিচারাধীন বানিজ্যিক মামলাগুলি দু পক্ষের সম্মতিতে  নিস্পত্তি ঘটছে বলে জানা গেছে। উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন শ্রীযুক্ত সঞ্জীব কুমার শর্মা।
এ বছর বেশ কয়েকটি পর্যায়ে মিডিয়েশন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন কলকাতা উচ্চ ন্যায়ালয়, যেখানে প্রায় ১২৫ জন যোগদান করবেন। অবসরপ্রাপ্ত বিচারপতি / বিচারক, বর্ষীয়ান আইনজীবীদের পাশাপাশি এবার সমাজের অন্য পেশার ব্যক্তিদের মিডিয়েটর হিসাবে দেখা যাবে। কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের ৭২ টি এডিআর (বিকল্প বিবাদ নিস্পত্তি কেন্দ্র) সেন্টারে (সদর এবং মহকুমা আদালতে অবস্থিত) মিডিয়েটররা দু পক্ষকে নিয়ে শুনানি চালিয়ে থাকেন। দু মাসের সময়সীমা এই মামলা গুলির চুড়ান্ত রিপোর্ট জারি হয়।
কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপুটি রেজিস্ট্রার (লিগ্যাল) আর,  এবং মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড. শুভাশিস মুহুরী জানান, ‘এ বছর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় ৫০ জন মিডিয়েশন প্রশিক্ষণ নিয়েছেন। তৃতীয় দফায় প্রার্থী হিসাবে রয়েছেন ২৮ জন। এর সার্বিক উদ্দেশ্য হলো দু পক্ষের সহমতের ভিক্তিতে দ্রুত মামলার নিস্পত্তি ঘটানো’। জানা গেছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের প্রায় ৩০ টি এবং বিভিন্ন নিম্ন আদালতের ১,৫০০ টি মামলা বিচারধীন রয়েছে মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটির কাছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর

error: Content is protected !!

জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসলিডেশন কমিটি

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা থেকে :
তারিখের পর তারিখ’ প্রবাদটি আদালতে বিচারের দীর্ঘসূত্রতাকে হাড়ে হাড়ে বোঝায়।বিচার পেতে গেলে আইনজীবীদের পেছনে দীর্ঘমেয়াদী খরচ তো আছেই। এমতাবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশমতো একাধারে যেমন নিম্ন আদালত গুলিতে ধারাবাহিক জাতীয় লোক আদালত বসে। ঠিক তেমনি সুপ্রিম কোর্টের পরিচালনায় কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনিসলিয়েশন কমিটি নিরবিচ্ছিন্নভাবে দ্রুত মামলার নিস্পত্তি ঘটাতে নিরন্তর কাজ করে চলেছে।
১৯৯৯ সালে ৮৯ সিপিসি (দেওয়ানী কার্যবিধি) ধারায় মিডিয়েশন প্রস্তাবনায় আসার পর ২০০২ সালে কার্যকর হয় সারা দেশে। যদিও ২০০৩ এবং ২০০৫ সালে এই মিডিয়েশন আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সালেম অ্যাডভেকেট বার এসোসিয়েশন (তামিলনাড়ু) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছিল সুপ্রিম কোর্টে। দুটি মামলাতেই সুপ্রিমকোর্ট দেওয়ানী কার্যবিধির ৮৯ নম্বর ধারাকে কিছু সংশোধন করে সাংবিধানিক বলে আখ্যা দেয়। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মোহিত শান্তিলাল শাহের সময় মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটি কাজ শুরু কর।
জমি- জায়গা সংক্রান্ত মামলা থেকে বাণিজ্যিক – দাম্পত্য মামলাগুলির  নিস্পত্তি করছেন কলকাতা হাইকোর্টের মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটির নিযুক্ত মিডিয়েটর বা মধ্যস্থতাকারীরা। এজন্য বাদী- বিবাদী কোন পক্ষের অর্থ খরচ করতে হয়না। বছরের পর বছর শুনানির তারিখের জন্য চাতক পাখির মতো অপেক্ষাও করতে হয়না! কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের নেতৃত্বধীন মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটি সারা বছর বিচারাধীন মামলাগুলি বা প্রাক বিচারাধীন বানিজ্যিক মামলাগুলি দু পক্ষের সম্মতিতে  নিস্পত্তি ঘটছে বলে জানা গেছে। উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন শ্রীযুক্ত সঞ্জীব কুমার শর্মা।
এ বছর বেশ কয়েকটি পর্যায়ে মিডিয়েশন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন কলকাতা উচ্চ ন্যায়ালয়, যেখানে প্রায় ১২৫ জন যোগদান করবেন। অবসরপ্রাপ্ত বিচারপতি / বিচারক, বর্ষীয়ান আইনজীবীদের পাশাপাশি এবার সমাজের অন্য পেশার ব্যক্তিদের মিডিয়েটর হিসাবে দেখা যাবে। কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের ৭২ টি এডিআর (বিকল্প বিবাদ নিস্পত্তি কেন্দ্র) সেন্টারে (সদর এবং মহকুমা আদালতে অবস্থিত) মিডিয়েটররা দু পক্ষকে নিয়ে শুনানি চালিয়ে থাকেন। দু মাসের সময়সীমা এই মামলা গুলির চুড়ান্ত রিপোর্ট জারি হয়।
কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের ডেপুটি রেজিস্ট্রার (লিগ্যাল) আর,  এবং মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড. শুভাশিস মুহুরী জানান, ‘এ বছর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় ৫০ জন মিডিয়েশন প্রশিক্ষণ নিয়েছেন। তৃতীয় দফায় প্রার্থী হিসাবে রয়েছেন ২৮ জন। এর সার্বিক উদ্দেশ্য হলো দু পক্ষের সহমতের ভিক্তিতে দ্রুত মামলার নিস্পত্তি ঘটানো’। জানা গেছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের প্রায় ৩০ টি এবং বিভিন্ন নিম্ন আদালতের ১,৫০০ টি মামলা বিচারধীন রয়েছে মিডিয়েশন এবং কনসলিয়েশন কমিটির কাছে।

প্রিন্ট