কুষ্টিয়ায় ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ । কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী পুলিশের এসআই ও মসজিদের ইমাম নিহত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসআই শহিদুল ইসলাম ও মসজিদের ইমাম মনির উদ্দিনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া থেকে একটি মাহিন্দ্রা যাত্রী নিয়ে খোকসায় যাচ্ছিল। পথে আলাউদ্দিন নগর এলাকায় বিপরীতমুখী কুমারখালীর দিক থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় এসআই শহিদুল ইসলাম ও মসজিদের ইমাম মনির উদ্দিনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানায় কর্মরত এসআই শহিদুল ইসলাম। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। বুধবার রাত ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত হাফেজ মনির উদ্দিন কুমারখালী তেবাড়ীয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম। তিনি কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
আহতদের মধ্যে ৮ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার হলেন, কুমারখালী উপজেলার চাপড়া এলাকার আরমান আলীর স্ত্রী মালেকা খাতুন (৪৫), রাকিবুল ইসলাম (৩০), কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার বদর উদ্দিনের ছেলে হাসেন আলী (৫৫), আসাদ (৬০), মমতাজ (৪০)। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রিন্ট