ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে আলফাডাঙ্গা বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু। তিনি বলেন, কতিপয় বি.এন.এম এর নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলাম সম্পর্কে অশালীন মিথ্যা ও কাল্পনিক তথ্য দিয়ে এক সংবাদ সম্মেলন করেছে। তাহারা নিজেদের গা থেকে বিএনএম এর গন্ধদুর করার জন্য সম্পন্ন কল্প কাহিনী দিয়ে আমাদের নেতার চরিত্রকে মষিলিপ্ত করার চেষ্টা করেছে। তাহারা যে বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে তাহা মিথ্যা ও ভিত্তিহীন। ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন খন্দকার নাছির জেলে ছিলেন। তার দুই দিনপর তিনি জেল থেকে মুক্ত হয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় বিশাল শোডাউন করায় প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে কাল্পনিক সংবাদ সম্মেলন করেন। আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসময় বিএনপির আহ্বায়ক আব্দুল মান্্নান আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, আহম্মদ আলী সিকদার ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মোল্যাসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।