ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতাদের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবজির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন গালুয়া ইউনিয়নের পাকাপুল সংলগ্ন জিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎচন্দ্র কবিরাজ। গত ৬ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঝালকাঠি জেলা ক্যাম্প কমান্ডার বরাবরে একটি ও ঝালকাঠি জেলা যুবদল বরাবর দুটি অভিযোগ দেন। এই অভিযোগের অনুলিপির একটি কপি কেন্দ্রীয় বিএপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকেও দেয়া হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে পাকা পোল এলাকার মো: কামরুল ইসলাম জাকির মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী যুব দল, মো. আসাদুজ্জামান (পনির), যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী যুব দল, মো. জাবির আল রাসেল, যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী যুব দল, মো. মনির মোল্লা, সদস্য জাতীয়তাবাদী যুব দল এর বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে আমার বিদ্যালয়ের অফিস কক্ষে এসে আমাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে মোটা অংকের চাঁদা দাবি করে তাহা না দিলে জীবন নাশের হুমকী প্রদান করেন। যাহার কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি এবং বিদ্যালয়ে যাইতে পারিতেছি না।
এ সময় শিক্ষক আবুয়াল হাসিব সাবু মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক সাক্ষী আছে যাহার সত্যতা যাচাই করলে প্রমান পাওয়া যাবে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।