বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র মুকসুদপুর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে মোঃ আজমল মিয়াকে কে সভাপতি, মোঃ সাগর হোসেন লাভলু কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার টেস্টটি ফাসফুডে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র গোপালগঞ্জ জেলার সভাপতি মোঃ ইকরাম আলী মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আজমল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাগর হোসেন লাভলু ও মোঃ চুন্নু মিয়া কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরাম আলী বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিভিন্ন ভাবে সৎ মেধাবী তরুণ সমাজকে রাজনীতিতে সংক্রিয় করার জন্য সারা দেশে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মুকসুদপুর উপজেলা শাখায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে যোগদান করে দেশ গড়ার কাজে আমাদের পাশে থাকুন।