নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে তিনটি ছোট এলজি, দুটি গানসহ এলজি ও একটি একনালা বন্ধুক ও ১৭টি রকেট প্যারাশুট ফ্লেয়ার ছিল।
নৌবাহিনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালিয়া গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে পুতে রাখা অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এসব অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে হাতিয়া থানায় মামলা হবে।