কুষ্টিয়ার খোকসায় শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়ার অসহায় হাবিবার চোখের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দিলেন খোকসার মানবিক উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। মাত্র ০৭ বছর বয়সে হাবিবা একটা রোড এক্সিডেন্টে ওর এক চোখের কর্নিয়া নষ্ট হয়ে যায়।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা হাবিবার চিকিৎসার জন্য উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা প্রশাসন কল্যাণ তহবিলের যৌথ সহযোগিতায় তাৎক্ষণিক ভাবে ১৫ হাজার ৫ শত টাকা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সরকারি সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিলন হোসেন খান, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু প্রমুখ।
প্রিন্ট