ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান Logo কুষ্টিয়ায় শেখ হাসিনাসহ ৪৬ জনের নামে মাহমুদুর রহমানের মামলা Logo বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু Logo কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ Logo বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমানের মতবিনিময় Logo নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত Logo এক পিস ইলিশ ২০০! Logo দেবী দুর্গার আগমন দোলায়, গমন হাতিতে: কী তাৎপর্য আছে এতে? Logo বিচারকের প্রভাব কাজে লাগিয়ে বেপরোয়া ড্রাইভার গড়ে তোলেন সম্পদের পাহাড়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে বাসের হেলপার হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

ফরিদপুরে নিউ নূপুর পরিবহনের সাদ্দাম হোসেন (২১) নামের এক হেলপারকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৩  মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজ বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. সিদ্দিক মোল্যার ছেলে মো. জনি মোল্যা (৩০), একই এলাকার শাহীন হাওলাদারের ছেলে মো. মেহেদী আবু কাওসার (২৫), শহরের গোয়ালচামট এলাকার মৃত. সালাম মোল্যার ছেলে মো. রবিন মোল্যা (২৫), রথখোলা এলাকার অনিল রবিদাসের ছেলে রাজেস রবিদাস (৩০) ও জেলার সালথা উপজেলার রসুলপুর এলাকার নজরুল হোসেন মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন মাতুব্বর (৩০)।
 আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর ভোরে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় নিউ নূপুর পরিবহনের একটি বাসের মধ্যে থেকে সাদ্দাম শেখ (২১) নামে পরিবহনটির এক হেলপারের হাত-পা ও মুখ বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর  আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, ‘মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান

error: Content is protected !!

ফরিদপুরে বাসের হেলপার হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে নিউ নূপুর পরিবহনের সাদ্দাম হোসেন (২১) নামের এক হেলপারকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৩  মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজ বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. সিদ্দিক মোল্যার ছেলে মো. জনি মোল্যা (৩০), একই এলাকার শাহীন হাওলাদারের ছেলে মো. মেহেদী আবু কাওসার (২৫), শহরের গোয়ালচামট এলাকার মৃত. সালাম মোল্যার ছেলে মো. রবিন মোল্যা (২৫), রথখোলা এলাকার অনিল রবিদাসের ছেলে রাজেস রবিদাস (৩০) ও জেলার সালথা উপজেলার রসুলপুর এলাকার নজরুল হোসেন মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন মাতুব্বর (৩০)।
 আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর ভোরে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় নিউ নূপুর পরিবহনের একটি বাসের মধ্যে থেকে সাদ্দাম শেখ (২১) নামে পরিবহনটির এক হেলপারের হাত-পা ও মুখ বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর  আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, ‘মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।