নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং যশোর জেনারেল হাসপাতালের নার্সরা। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। প্রথমে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে কালো পতাকা মিছিল বের হয়। পরে মিছিলটি হাসপাতাল চত্বর ঘুরে আবারও একই স্থানে শেষ হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নার্সিং সংস্কার পরিষদ, যশোর জেলা শাখার নেতৃবৃন্দরা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অবিলম্বে অপসারণ এবং উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আজকের এই পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ।
নেতৃবৃন্দরা জানান, আগে এই দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সমন্বয়ক ও হাসপাতালের নার্সিং সুপারভাইজার সালমা খাতুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) আর্জিনা খাতুন, শরমিন সুলতানা পারভীন, স্বপ্না বিশ্বাস, সাবিহা সুলতানা, সিনিয়র স্টাফ নার্স মোফাজ্জেল হোসেন, তহমিনা পারভীন, হোসনে আরা খানম, শাহিদা খাতুন, আনোয়ারা খাতুন, শিরিন সুলতানা, বাদল সরকার, পবিত্র বিশ্বাস, নাসরিন আক্তার পলি, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী রমজান আলী, সুমি, নূপুর, সুরাইয়া ও রবিন প্রমুখ। কর্মসূচিতে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন।
প্রিন্ট