সামাজিক সংগঠন ‘সমাজ জাগরণে গণমত’ সজাগ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল দশটায় যশোর পৌর এলাকার বারান্দী মোল্লাপাড়ায় অবস্থিত অগ্রণী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে সজাগের সভাপতি সাংবাদিক এস এম সোহেল, সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন হাফিজ, স্কুলের প্রধান শিক্ষক মিনারা জেসমিন লাকী, শিক্ষক শাহিনা সুলতানা, নাসরিন সুলতানা, সজাগের যুগ্ম- সাধারণ সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।