ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান Logo কুষ্টিয়ায় শেখ হাসিনাসহ ৪৬ জনের নামে মাহমুদুর রহমানের মামলা Logo বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু Logo কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ Logo বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমানের মতবিনিময় Logo নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত Logo এক পিস ইলিশ ২০০! Logo দেবী দুর্গার আগমন দোলায়, গমন হাতিতে: কী তাৎপর্য আছে এতে? Logo বিচারকের প্রভাব কাজে লাগিয়ে বেপরোয়া ড্রাইভার গড়ে তোলেন সম্পদের পাহাড়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় শেখ সেলিম সহ ১১৭ জনের নামে মামলা

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির গাড়ি বহরে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যার ঘটনায় শেখ ফজলুল করিম সেলিম কে ১ নম্বর আসামি করে ১শ ১৭ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫শ জন কে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর- গোপালগঞ্জ জিআর-২৪ তারিখ ১৭সেপ্টম্বর ২০২৪ ইং।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ওই কর্মকর্তা জানান, এই হত্যা মামলায় উল্লেখিত আসামিদের কয়েকজনকে পূর্বেই ৫৪ ধারায় আটক করা হয়েছিল। বাকিদের গ্ৰেফতার করতে অভিযান পরিচালনা করা হবে।
এর পূর্বে বিএনপির গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় ও কাপুরুষোচিত হামলা, ভাংচুর ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল হয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী গোপালগঞ্জ জেলায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও মর্মান্তিক হত্যা ও হামলার ঘটনায় ওইদিনই গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা-বাবার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। এছাড়াও ঐদিন কেন্দ্রীয় এ নেতাকে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। স্বেচ্ছাসেবক দলের সভাপতির টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষ্যে জেলা শহরের ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেন স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের বেদগ্রাম এলাকায় পথসভা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে গাড়ি বহর নিয়ে ঘোনাপাড়া উদ্দেশ্যে রওনা হন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গাড়িবহর টি ঘোনাপাড়ায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ছেড়ার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালান।

এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজসহ কমপক্ষে ৩০ জন আহত হন।

পরে রাত ৮টার দিকে ঘোনাপাড়ার পাশে চরপাথালিয়া গ্ৰামের বাংলালিংক টাওয়ার এর কাছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দাবি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে সড়কের পাশে ফেলে রেখেছিল।

বিএনপির নেতা-কর্মীরা আরো জানান, গাড়িবহর টিতে এস এম জিলানীর সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম উপস্থিত থাকলেও তার গাড়িটি পিছনে থাকায় তিনি আহত হননি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান

error: Content is protected !!

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় শেখ সেলিম সহ ১১৭ জনের নামে মামলা

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :
গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির গাড়ি বহরে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যার ঘটনায় শেখ ফজলুল করিম সেলিম কে ১ নম্বর আসামি করে ১শ ১৭ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫শ জন কে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর- গোপালগঞ্জ জিআর-২৪ তারিখ ১৭সেপ্টম্বর ২০২৪ ইং।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ওই কর্মকর্তা জানান, এই হত্যা মামলায় উল্লেখিত আসামিদের কয়েকজনকে পূর্বেই ৫৪ ধারায় আটক করা হয়েছিল। বাকিদের গ্ৰেফতার করতে অভিযান পরিচালনা করা হবে।
এর পূর্বে বিএনপির গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় ও কাপুরুষোচিত হামলা, ভাংচুর ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল হয়েছে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী গোপালগঞ্জ জেলায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও মর্মান্তিক হত্যা ও হামলার ঘটনায় ওইদিনই গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মা-বাবার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। এছাড়াও ঐদিন কেন্দ্রীয় এ নেতাকে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। স্বেচ্ছাসেবক দলের সভাপতির টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষ্যে জেলা শহরের ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেন স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের বেদগ্রাম এলাকায় পথসভা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে গাড়ি বহর নিয়ে ঘোনাপাড়া উদ্দেশ্যে রওনা হন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গাড়িবহর টি ঘোনাপাড়ায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ছেড়ার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালান।

এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজসহ কমপক্ষে ৩০ জন আহত হন।

পরে রাত ৮টার দিকে ঘোনাপাড়ার পাশে চরপাথালিয়া গ্ৰামের বাংলালিংক টাওয়ার এর কাছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দাবি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে সড়কের পাশে ফেলে রেখেছিল।

বিএনপির নেতা-কর্মীরা আরো জানান, গাড়িবহর টিতে এস এম জিলানীর সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম উপস্থিত থাকলেও তার গাড়িটি পিছনে থাকায় তিনি আহত হননি।