আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার হাজী আবেদ আলী কলেজের অডিটোরিয়াম হল রুমে সকাল ১১টায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মিলাদুন্নবী। হাজী আবেদ আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছানাউল্লাহর সভাপতিত্বে মিলাদুন্নবী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভূইয়া, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মোঃ ওয়ালীউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফারুক একাডেমি এন্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক মাহফুজুল হক নাইম।
আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আরিফুল ইসলাম, মরিয়ম আখতার, বিলকিস সুলতানা, শাহেনেওয়াজ ঠাকুর, আব্দুল্লাহ আল মামুন, ফাহমিদা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। কেরাত প্রতিযোগিতা, ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজনে করা হয় মিলাদুন্নবী উপলক্ষে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হযরত মুহাম্মাদ (সা:) আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মনিষী। তার আদর্শ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে লালন করলে মিলবে দুনিয়া ও আখিরাতে শান্তি এবং সুখ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসবে বই প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। অবশেষে শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রভাষক বেলাল আহমেদ।