কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের ৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বুধবার (৯ জুন) পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম স্বাক্ষরিত এক লিখিত আদেশের মাধ্যমে তাদের রদবদল করা হয়।
এর আগে গত ২৪ মে জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ ও ৩ জুন ১১ জন কর্মকর্তাকে রদবদল করা হয়।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আনিসুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে বদলি করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আমিনুল ইসলামকে কুষ্টিয়া পুলিশ হাসপাতালের পরিদর্শক পদে এবং পুলিশ হাসপাতাল থেকে পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম আজাদকে কুষ্টিয়া লাইন ওয়ারে বদলি করা হয়।
প্রিন্ট