ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৫) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়লাভ করেছেন প্রতিদিনের সংবাদের প্রতিনিধি এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সমকাল ও সময়ের প্রত্যাশা’র প্রতিনিধি ইকবাল হোসেন।
শুধু মাত্র সাধারণ সম্পাদক পদে ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিসহ অবশিষ্ট পদে সকল সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন।
শনিবার সকালে ৯ টা থেকে প্রেসক্লাবের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১২ টা প্রর্যন্ত । গণনা শেষে দুপুরে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান।
কমিটির সহ-সভাপতি পদে তাজমিউনুর রহমান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, যুব ও ক্রীড়া সম্পাদক এনামুল হক রুবেল, কার্যকরি সদস্য সাহিদুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম নাঈম।