ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান Logo কুষ্টিয়ায় শেখ হাসিনাসহ ৪৬ জনের নামে মাহমুদুর রহমানের মামলা Logo বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু Logo কুষ্টিয়ার খোকসায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ Logo বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের নবনির্মিত ৩ তলা ভবনের উদ্বোধন Logo বালিয়াকান্দিতে সনাতন ধর্মাম্বলী নেতৃবৃন্দের সাথে বিগ্রেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমানের মতবিনিময় Logo নড়াইলে নানা আয়োজনে সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত Logo এক পিস ইলিশ ২০০! Logo দেবী দুর্গার আগমন দোলায়, গমন হাতিতে: কী তাৎপর্য আছে এতে? Logo বিচারকের প্রভাব কাজে লাগিয়ে বেপরোয়া ড্রাইভার গড়ে তোলেন সম্পদের পাহাড়
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কালুখালীর পদ্মা কোলে দস্যুদের মাছ শিকার

রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মার কোলনদীতে অবৈধ উপায়ে মাছ শিকার করছে একদল জলদস্যু।  এতে ১১ লক্ষাধিক টাকার পুজি হারাচ্ছে জলমহলের লীজ গ্রহীতা মো: আলামিন মন্ডল মন্টু।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওমর আলীর নেতৃত্বে জিন্নাহ, আমীন, মুক্তার, সামসু, মমিন, রশিদ, বাবলু, রাজীব, মোক্তার ওরফে সাকাই, কাসী, নিরঞ্জন, আজিম, রফিক, মজিদ সহ আরো ১০/১২ জন দুর্বত্ত রুপসা এলাকার পদ্মানদীর কোলে দস্যুতা করে মাছ শিকার করছে। জলমহালের লীজ গ্রহিতা এদেরকে নানাভাবে বাধা দিলেও  তা মানেনি দস্যুদল।
দস্যুতা করে মাছ শিকার করা দুর্বত্তরা মৎস্য আইনকেও অবজ্ঞা করছে। তারা মাছ শিকারে ঘনব্যার জাল ও নিষিদ্ধ চায়না দুয়ারীর  ব্যবহার করছে। মাছ শিকারে এসব যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হলেও মানছে না দস্যুরা।
শিকারিদের কাছে অন্যের জলমহালে  মাছ শিকারের কারন জানতে চাইলে তারা জানায়, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদের মাছ মারতে বলেছে। লীজ গ্রহীতার টাকা দিতে নিষেধ করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক এর সাথে যোগাযোগ করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। মোবাাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
লীজ গ্রহীতা মো আলামিন মন্ডল মন্টুর সাথে দেখা হয় তার বাড়ীতে। জলমহাল আর অর্থ হারিয়ে সে এখন নি:স্ব হয়ে পরেছে। মন্টু জানায়,
আমি ৫ বছরে প্রায় ১১ লক্ষ টাকার লীজের টাকা পরিশোধ করি। কিন্তু মাছ মারতে পারিনি। এতোদিন রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকীমের নির্দেশে একদল দস্যু আমার লীজকৃত জলমহাল এর মাছ লুট করে নিয়ে গেছে। সম্প্রতি তার পতন হলেও দস্যুরা লুটপাট অব্যাহত রেখেছে। তারা কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে, চায়না দুয়ারী ও ঘন সুতার ব্যারজাল ব্যবহার করে মাছের রেনুগুলোও ধ্বংস করছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলনের আহ্বান

error: Content is protected !!

কালুখালীর পদ্মা কোলে দস্যুদের মাছ শিকার

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মার কোলনদীতে অবৈধ উপায়ে মাছ শিকার করছে একদল জলদস্যু।  এতে ১১ লক্ষাধিক টাকার পুজি হারাচ্ছে জলমহলের লীজ গ্রহীতা মো: আলামিন মন্ডল মন্টু।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওমর আলীর নেতৃত্বে জিন্নাহ, আমীন, মুক্তার, সামসু, মমিন, রশিদ, বাবলু, রাজীব, মোক্তার ওরফে সাকাই, কাসী, নিরঞ্জন, আজিম, রফিক, মজিদ সহ আরো ১০/১২ জন দুর্বত্ত রুপসা এলাকার পদ্মানদীর কোলে দস্যুতা করে মাছ শিকার করছে। জলমহালের লীজ গ্রহিতা এদেরকে নানাভাবে বাধা দিলেও  তা মানেনি দস্যুদল।
দস্যুতা করে মাছ শিকার করা দুর্বত্তরা মৎস্য আইনকেও অবজ্ঞা করছে। তারা মাছ শিকারে ঘনব্যার জাল ও নিষিদ্ধ চায়না দুয়ারীর  ব্যবহার করছে। মাছ শিকারে এসব যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হলেও মানছে না দস্যুরা।
শিকারিদের কাছে অন্যের জলমহালে  মাছ শিকারের কারন জানতে চাইলে তারা জানায়, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আমাদের মাছ মারতে বলেছে। লীজ গ্রহীতার টাকা দিতে নিষেধ করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক এর সাথে যোগাযোগ করতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। মোবাাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
লীজ গ্রহীতা মো আলামিন মন্ডল মন্টুর সাথে দেখা হয় তার বাড়ীতে। জলমহাল আর অর্থ হারিয়ে সে এখন নি:স্ব হয়ে পরেছে। মন্টু জানায়,
আমি ৫ বছরে প্রায় ১১ লক্ষ টাকার লীজের টাকা পরিশোধ করি। কিন্তু মাছ মারতে পারিনি। এতোদিন রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকীমের নির্দেশে একদল দস্যু আমার লীজকৃত জলমহাল এর মাছ লুট করে নিয়ে গেছে। সম্প্রতি তার পতন হলেও দস্যুরা লুটপাট অব্যাহত রেখেছে। তারা কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে, চায়না দুয়ারী ও ঘন সুতার ব্যারজাল ব্যবহার করে মাছের রেনুগুলোও ধ্বংস করছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান।