শুক্রবার (১৩ সেপ্টম্বর) বিকেল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হয়ে যান নেতৃবৃন্দ। যাবার পথে গোপালগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের গোবরা ঘোনাপাড়া মোড়ে অপেক্ষমান বিএনপি নেতাকর্মীদের সাথে আলাপকালে বিএনপির এক নেতার নির্দেশে আওয়ামী লীগের কয়েকটি ব্যানার ফেস্টুন ছেড়া হয়। বিষয়টি ঘোনাপাড়ার স্থানীয় সাধারণ মানুষের নজরে আসলে সাথে সাথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয়রা।
এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘোনাপাড়া বাজারের বেশ কয়েকটি দোকানপাট ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।