জমি নিয়ে বিরোধের জেরে রাতের আধারে বাড়িতে হামলা করে মা ও মেয়েকে মারধর করেছে একদল সন্ত্রাসী। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোছাঃ ফজিলা বেগম ও রায়গঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী মোছাঃ মহসেনা আক্তার (মিষ্টি) নামে দুই নারীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।
নাগেশ্বরী উপজেলা রায়গঞ্জ ইউনিয়ন রতনপুর বানিয়াটারী এলাকায় নিজ বাড়ীতে হামলা শিকার হন তিনি ও তার মেয়ে । এ সময় ওই নারীর স্বামী, সন্তান কেউ বাড়িতে ছিল না এই সুযোগ কাজে লাগায় হামলাকারীরা। এ ঘটনায় নয় জনকে আসামী করে নাগেশ্বরী থানায় মামলা করেছেন ভূক্তভোগী ফজিলা বেগমের স্বামী মোঃ আব্দুল মোন্নাফ মিয়া ।
মামলার বরাত দিয়ে নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার বলেন, জমির সীমানা সংক্রান্ত জের ধরে ১০ সেপ্টেম্বর সন্ধা ৭ ঘটিকার সময় পাশ্ববর্তী মোঃ আব্দুল জলিল গং দেশীয় অস্ত্র নিয়ে ফজিলা বেগম ও বৃষ্টির উপর হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার বিবরনে আরও বলা হয়, হামলার পর নগদ টাকা ও স্বার্ণালঙ্কারও ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় আসামিরা হলেন-
১। আব্দুল জলিল (৪০)
২। ম হযরত আলী (৪২)
৩। মোঃ আবু তালেব (৫৬)
৪। কছর উদ্দিন (৫৫)
৫। আবু বক্কর আলী (৪০)
৬। আমিন মিয়া (২৪) ৭। মোঃ রেজা মিয়া (২০)
৮। কামাল মিয়া (২৪)
৯। শামীম মিয়া (১৮)
উক্ত আসামিদের খুব দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবি করেন ভক্তভূগী পরিবার ও এলাকাবাসী। থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানায়, অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট