কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে গোয়াল ঘরে কয়েলের আগুনে পুড়ল গরু, ছাগল ও সেমি পাক টিনের ঘর। এতে প্রায় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মােকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার মােকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ ।
জানাযায়,উপজেলার মােকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত: রিয়াজ উদ্দীনের ছেলে ইউনুচ আলী (৫৫) এর সেমি পাকা টিনের গোয়াল ঘরে প্রতিদিনের মতাে গরু,ছাগলের জন্য মশার কয়েল জ্বালায়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দাও দাও করে আগুন জ্বলে উঠে তার বাড়িতে। হঠাৎ করে ইউনুচ আলী ঘুম থেকে জেগে দেখতে পায়। তার গোয়াল ঘরে আগুন লেগেছে। তখন তার আত্ম চিৎকারে বাড়ির আসপাশের লোক জড়ো হয়ে এসে আগুন নিভাতে থাকে। এই সময়ের মধ্যে ১টি গরুসহ ৩টি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এতে ক্ষয়ক্ষতি হয় প্রায় লক্ষাধীক টাকা। পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত বলে, জানান ইউনুচ আলী।
সংবাদ পেয়ে রাতেই ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।
আজ বুধবার সকালে ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু খবর পেয়ে আগুনে ক্ষতি গ্রস্ত ইউনুচ আলী বাড়িতে গিয়ে নগদ ৫ হাজার টাকা সরকারী অনুদান প্রদান করেন।
প্রিন্ট