অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদারের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কলেজের সাধারন শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুন)দুপুরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে সাধারন শিক্ষার্থীর মধ্যে বক্তব্য দেন সাদ্দাম হোসেন, জুনায়েদ আহমেদ, আশিকুল ইসলাম, সাইদুজ্জামান সজিব, মীর ওয়াকিল, পিয়াস ও হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, দুদকের দায়ের করা দুর্নীতি মামলার আসামী সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মজুমদারকে দ্রত অপসারণ করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
উল্লেখ: সোমবার বিকেলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রিন্ট