বর্তমান সরকারের ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেট বিষয়ে ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেম্বারের পরিচালনা পর্ষদের এই সভায় সরকারের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারের দেওয়া এই বাজেটকে ব্যবসায়বান্ধব বলে উল্লেখ করে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়ীদের কর ছাড় প্রদান,করপোরেট করহার হ্রাসকরণ এবং কৃষি যন্ত্রপাতির কর ছাড়ের কারণে নিত্যপ্রয়োজনীয় পন্যমূল্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান বাজেট বিষয়ে বলেন, করোনা মহামারির সময়ে সুরক্ষা সামগ্রীর মূল্য হ্রাস,আইটি সেক্টরে করহার হ্রাসকরন, প্রবাসী আয়ে প্রণোদসা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরীর বেশ কিছু খাতে ১০ বছরের কর অব্যাহতি, নারী ও তরুন উদ্যোক্তা সৃষ্টিকে প্রণোদনা রাজস্ব বাজেটে খুবই ইতিবাচক।
তবে তিনি বলেন, মহামারি করোনাকালে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা প্রয়োজন ছিল।
প্রিন্ট