ঢাকা , শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় চালকল নেতার বাড়িতে গুলির ঘটনায় হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ১ Logo বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীরকে অবসরে পাঠানোর আদেশ স্থগিত Logo চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন Logo বিএমডিএতে অস্থিরতা, ভরা মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা ! Logo নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবি Logo গোমস্তাপুরে অটো গাড়ির ধাক্কায় ১ শিশু নিতহ Logo আইনি প্রক্রিয়া শেষে ছিনতাইকৃত ছাত্রদল নেতাসহ ২ জনকে আদালতে প্রেরণ Logo বাঘায় দুর্বৃত্তের হাতে শ্রমিক খুন Logo নগরকান্দায় কাদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত Logo গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে ভূরুঙ্গামারী ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতপুরে ছড়িয়েছে ডেঙ্গু : আক্রান্ত ২৫ : মৃত্যু-১

-প্রতীকী ছবি।

কুষ্টিয়ার দৌলতপুরে একটি গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে অন্তত ২৫ জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী (৭৫) নামে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। আজ  (৬ সেপ্টেম্বর) শুক্রবার পর্যন্ত অন্তত ২৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী। এর ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডেঙ্গুতে আক্রান্তরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হওয়ায় তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া, পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।ধর্মদহ গ্রামের ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, আমার জানা মতে অন্তত ২৫ জনের বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদের মধ্যে কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হয়েছেন।ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব জানান, সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত ধর্মদহ গ্রামের মানুষ এ বিষয়ে খুব একটা সচেতন না। যার কারণে তারা আক্রান্ত হচ্ছে বেশি। এ রোগ সম্পর্কে প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা।

ডেঙ্গু রোগের বিষয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুস সালাম জানান, আগস্ট মাসে ধর্মদহ গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী নামে একজনের মৃত্যু হয়েছে এবং দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও একজনকে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় চালকল নেতার বাড়িতে গুলির ঘটনায় হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ১

error: Content is protected !!

দৌলতপুরে ছড়িয়েছে ডেঙ্গু : আক্রান্ত ২৫ : মৃত্যু-১

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে একটি গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে অন্তত ২৫ জন রোগী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী (৭৫) নামে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। আজ  (৬ সেপ্টেম্বর) শুক্রবার পর্যন্ত অন্তত ২৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী। এর ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডেঙ্গুতে আক্রান্তরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হওয়ায় তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া, পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।ধর্মদহ গ্রামের ইউপি সদস্য আমজাদ হোসেন জানান, আমার জানা মতে অন্তত ২৫ জনের বেশি ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এদের মধ্যে কেউ বাড়িতে চিকিৎসা নিচ্ছে আবার কেউ কুষ্টিয়া ও রাজশাহীতে ভর্তি হয়েছেন।ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব জানান, সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত ধর্মদহ গ্রামের মানুষ এ বিষয়ে খুব একটা সচেতন না। যার কারণে তারা আক্রান্ত হচ্ছে বেশি। এ রোগ সম্পর্কে প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা।

ডেঙ্গু রোগের বিষয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আব্দুস সালাম জানান, আগস্ট মাসে ধর্মদহ গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহের আলী নামে একজনের মৃত্যু হয়েছে এবং দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও একজনকে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট