ফরিদপুরের বোয়ালমারীতে ৪ সেপ্টেম্বর বিকালে “গ্রাহক সেবায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই স্লোগানকে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে জাতির সূর্য সন্তান আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ বোয়ালমারী শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মহিদ শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌরসভা শাখার আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান, মারকাজুত ত্বাকওয়া বাংলাদেশ মাদ্রাসার মুহতামীম মুফতী তৈয়বুর রহমান, বোযালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ হোসাইন আহমাদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় (এইচ,আর ডি) বিভাগের সম্পাদক হাফেজ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলী, ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখার এসপিও ও ম্যানেজার অপারেশন মোঃ ফজলুল হক মোল্যা, অফিসার মোঃ আশরাফুজ্জামান।
এসময় বোয়ালমারীর বিভিন্ন মাদ্রাসার প্রধান, মসজিদের ইমাম ও খতীব, আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ইসলামী ব্যাংকের জন্যে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং মানুষকে অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি দিতে প্রিয় প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।