কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য উপজেলার ২৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বি আর ডিপি কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমূখ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, সরকারের কৃষি ও কৃষক প্রণোদনার আওতায় কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার বিতরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন। উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু,তার বক্তব্যে সরকারের এ কৃষি প্রণোদনা কার্যক্রমের প্রশংসা করেন এবং বিতরণ করা বীজ ও সার সঠিকভাবে কাজে লাগানোর জন্য উপস্থিত কৃষক কৃষাণিদের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, কৃষি অফিস তথ্যমতে এ কার্যক্রমে উপজেলার মোট ২৫০ জন কৃষক বিনামূল্যে প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হবে।